১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

বুড়িমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আমাদের প্রতিদিন
5 months ago
134


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কৃষ্ণ কুমার (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌন ওয়াহিদ।

আটক কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবানী থানার ধুমরিয়া এলাকার রাজগীরের ছেলে।

এর আগে সোমবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের  উফারমারা ষোলঘরিয়া সীমান্তের ৮৩৪/এস পিলারের প্রায় ৪শত গজ অভ্যন্তর থেকে তাকে আটক করে বিজিবি।

জানা যায়, বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তের ৮৩৪/এস পিলার হয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ করে ভারতীয় নাগরিক কৃষ্ণ কুমার। সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলে ৬১ বিজিবি'র তিস্তা ব্যাটালিয়ান-২ এর ধবলসুতি বিওপি ক্যাম্পের টহল দল ভারতীয় নাগরিক কৃষ্ণ কুমারকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়