১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গঙ্গাচড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আমাদের প্রতিদিন
5 months ago
144


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র নেতৃত্বে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন। এরপর গঙ্গাচড়া মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক, স্কুল, কলেজসহ বিভিন্ন  সামাজিক সংগঠন বুধবার  দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ওসি তদন্ত শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।

মহান শহীদ দিবসে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ঘোষিত দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ। বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ-মন্দির-গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়