১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

রংপুরে শিশুদের আঁকা সেরা ১শতছবি নিয়ে চিত্রকলা প্রদর্শনী

আমাদের প্রতিদিন
4 months ago
130


নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী উপলক্ষ্যে শিশুদের আাঁকা গ্রাম বাংলা, প্রাণ—প্রকৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, উন্নত বাংলাদেশ, জ্ঞানবিজ্ঞান বিষয়ক ১০০ সেরা ছবি নিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকালে রংপুর শিশু একাডেমি মিলনায়তনে ফিতা কেটে চিত্রকলা প্রদর্শনী’র উদ্বোধন করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এরপর রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, শিশু একাডেমির পরিচালক নাসরিন সুলতানা প্রমুখ। এতে স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। এ সময় রংপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিত্রকলা প্রদর্শনীতে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, ঘন বৃষ্টিতে পুকুরে মহিষ ও পাড়ার দুষ্টু শিশুদের গোসল করা, গায়ের বধূর কলসি নিয়ে ঘরে ফেরা, গ্রামের বটতলা, বৈশাখী মেলা, একতারা, বাঁশির সুর, ঢাকের তালে আনন্দ—উৎসবে মেতে থাকা গ্রামীণ মানুষ, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, আধুনিক বাংলাদেশসহ নানা চিত্র ফুটে ওঠে এসব প্রদর্শিত চিত্রকলায়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পরে শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  

সর্বশেষ

জনপ্রিয়