১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

জাতীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মচারীদের সনদপত্র ক্রেস্ট বিতরণ ও অংশীজনের সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
4 months ago
174


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের আয়োজনে

খবির বিজ্ঞপ্তির:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের আয়োজনে ২০২২—২০২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা—কর্মচারীদের সনদপত্র, ক্রেস্ট বিতরণ ও অংশীজনের সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারী) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার—ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পৃথক পৃথক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস। এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, জেলা কমান্ড্যান্ট এ.এইচ.এম মেহেদী হাসান, সহকারী রেঞ্জ পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন রেঞ্জের সিএ মাহবুব—উজ—জামান। অনুষ্ঠানে রেঞ্জের ১১টি ইউনিটের ৩১ জন কর্মকর্তা—কর্মচারীর মাঝে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা—কর্মচারীদের সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে অংশীজনের সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস বলেন, শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মপরিকল্পনা অংশীজনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। এই সভার মাধ্যমে মুলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্য/সদস্যা অংশীজনে অংশগ্রহণে সেবা পাওয়া ও দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হয়— সেটাই এই সভার মূল লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়তে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্নচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু—পরিবারের সকল সদস্য এবং ৫২’র ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বারসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়