১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

শেষ দিনে জমে উঠেছে গ্রন্থাগার বই মেলা

আমাদের প্রতিদিন
4 months ago
144


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে এবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে অনুষ্ঠিত হচ্ছে গ্রন্থাগার বই মেলা।

গাইবান্ধার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আয়োজনে গত ১ লা মার্চ শুক্রবার থেকে  ৩ রা মার্চ রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী পলাশবাড়ী উপজেলার মাঠের হাট বাজারে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার পাঠাগার গুলোর অংশগ্রহণে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হলো এ মেলা।                                                                                      ২৪ টি স্টলে সাজানো হয়েছে মাঠের হাটের এবারে এ বই মেলা চত্বর । এদিকে বই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বই প্রেমী পাঠক ,লেখক ও পাঠাগারের উদ্যোক্তাদের মাঝে।মেলায় আসা দর্শনার্থীরা জানান, এবছর মাঠের হাটে গাইবান্ধা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে এমন একটি বই মেলার আয়োজন করায় জ্ঞানপিপাষু মানুষদের মাঝে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দিবে এবং মানুষকে বই মুখী করবে বলে জানান।।

সর্বশেষ

জনপ্রিয়