১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সাঘাটায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম মৃত্যু শয্যায়

আমাদের প্রতিদিন
4 months ago
191


গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম খাতুন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

জেলা প্রশাসকের নিকট দাখিল কৃত অভিযোগে জানা যায় সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে মরিয়ম খাতুনের নাকের সমস্যা দেখা দিলে বোনার পাড়াস্ত স্কিন কেয়ার এন্ড পলিপাস সেন্টারে নিয়ে গেলে ডাক্তার জুয়েল রানা (ডিএমএফ )নাকের পলিপাসের সমস্যা বলে মরিয়মের নাকের ভিতর কাঠি দ্বারা এসিড জাতীয় মেডিসিন ব্যবহার করে।

পরবর্তীতে রোগীর অবস্থা দিন দিন অবনতি হলে মেডিকেল অফিসার ডাক্তার রাজিব হোসেন ও গাইবান্ধা সদর হাসপাতালের নিউরো মেডিসিন ডাক্তার নাজমুল হকের নিকট রোগী দেখানো হলে তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর বলেন মরিয়ম খাতুনের ভুল চিকিৎসা করা হয়েছে।।

বর্তমানে সে গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  মরিয়মের পরিবার পল্লী চিকিৎসক জুয়েল রানার দৃষ্টান্তমূলক শাস্তির  দাবী জানিয়েছে। পল্লী সিকিৎসক জুয়েল রানার সাথে কথা বললে তিনি বলেন,আমি সঠিক চিকিৎসা দিয়েছি।

সর্বশেষ

জনপ্রিয়