১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

এ্যাড. রবিউল ইসলাম মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২৪ পেলেন

আমাদের প্রতিদিন
4 months ago
118


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

আইন সেবা, সমাজ চিন্তা ও মানব সেবার স্বীকৃতি স্বরূপ কলকাতা এর শ্রুতিবৃত্ত ও বাংলাদেশ এর সার্ক কালচারাল ফোরাম যৌথভাবে দিনাজপুর জেলার সরকারি প্রধান আইন কর্মকর্তা ও বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম রবি (পিপি) কে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড—২০২৪ প্রদান করেছে। ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহষ্পতিবার ৪ টায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এর যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ড. ত্রিগুনা সেন হল প্রাঙ্গণে ভারত—বাংলাদেশ স¤প্রীতি উৎসব এর আয়োজন করে। দুই বাংলার নামী ব্যক্তিদের জন্য মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড—২০২৪ এর জন্য মনোনীত ব্যক্তিবর্গকে ইতিপূর্বে পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গ কলকাতা’র শ্রুতিবৃত্ত এর সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস সাহা ও সার্ক কালচারাল ফোরাম অনুষ্ঠান সমন্বয়কারী প্রেম সাগর মিলন এবং অনুষ্ঠান সহযোগী তাসনিয়া আক্তার সানজিদা। মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড—২০২৪ প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ্যাড. রবিউল ইসলাম রবি (পিপি)  জানান, আইন সেবা, সমাজ চিন্তা ও মানব সেবার স্বীকৃতি স্বরূপ আমাকে এই এ্যাওয়ার্ড প্রদান করায় কলকাতা এর শ্রুতিবৃত্ত ও বাংলাদেশ এর সার্ক কালচারাল ফোরাম এর প্রতি আমি কৃতজ্ঞ। এ এ্যাওয়ার্ড ভবিষ্যতে আমার কর্ম পরিচালনায় আরো এক ধাপ দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি যেন এই এ্যাওয়ার্ডের মর্যাদা রক্ষা করে আইন সেবা, সমাজ চিন্তা ও মানব সেবায় নিজেকে আজীবন নিয়োজিত রাখতে পারি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সর্বশেষ

জনপ্রিয়