১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গঙ্গাচড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

আমাদের প্রতিদিন
4 months ago
88


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সোলায়মান আলী, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, অধ্যক্ষ নুরন নবী রানা, ওসি তদন্ত শফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।  সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করেন কলাগাছি সপ্রাবির ২য় শ্রেনির শিক্ষার্থী আল রাফিউল আলম রাফি, ভুটকা সপ্রাবির ৫ম শ্রেনির শিক্ষার্থী আরাফাত ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী আকিব মাহমুদ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির শিক্ষার্থী মুশফিকা মিজান রোদেলা এবং বঙ্গবন্ধু ও ৭ মার্চ নিয়ে কবিতা আবৃত্তি করেন গঙ্গাচড়া মডেল সপ্রাবির ৫ম শ্রনির শিক্ষার্থী মাইসা তাবাসুম, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের ৫ম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া সীনহা মাহী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রনির শিক্ষার্থী আবু সুফিয়া ও নুসরাত জাহান স্নিগ্ধা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করে।

সর্বশেষ

জনপ্রিয়