১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

রংপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আমাদের প্রতিদিন
4 months ago
146


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় প্রশাসন, রংপুর রেঞ্জ পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, আনসার, শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমী, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের সদস্য শামীম তালুকদার প্রমুখ।  এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবসপালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ও উপ—উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়