১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

নাগেশ্বরীতে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া

আমাদের প্রতিদিন
4 months ago
122


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিস ডিফেন্সের সহযোগিতায়  ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ ইমন মিয়া, প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়