১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আমাদের প্রতিদিন
4 months ago
101


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিসব পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে ১০ মার্চ রবিবার সকালে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর লোকমান হাকিম প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়