১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন ঘোষণা

আমাদের প্রতিদিন
4 months ago
107


পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ও যাত্রা বিরতি ঘোষনা করা হলেও রংপুরের পীরগাছায় ট্রেনটি যাত্রা বিরতির দাবিতে গতকাল রোববার সকালে পীরগাছা উপজেলা নাগরিক ঐক্য পরিষদের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে যাত্রা বিরতি দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয়।

পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, রংপুর—৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সাবু হাজী, চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ শারেখ খন্দকার জয়, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ। আলোচনা সভায় আজ সোমবার দুপুরে পীরগাছা স্টেশন চত্ত্বরে মানববন্ধন ও মঙ্গলবার রাতে স্টেশন এলাকায় গণ অবস্থান কর্মসূচী ঘোষনা দেয়া হয়। এরপরও সরকারি ভাবে যাত্রা বিরতি না হলে লাগাতার আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন বক্তাগণ।

 

সর্বশেষ

জনপ্রিয়