১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

র‌্যাব পুলিশের অভিযানে পীরগঞ্জে বাড়ি ও নৈশকোচ ডাকাতির ঘটনার মুল নায়কসহ ৮ জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
4 months ago
144


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে গত রোববার রাতে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ৮ জন ও পৃথক মামলার ৩জনসহ ১১ জনকে গ্রেফতার করেছে। নৈশকোচে ও চতরা হাটে একটি বাড়িতে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে। এরা হলো-পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আযমপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে ডাকাত সর্দার রাসেদুল ইসলাম ওরফে রাশেদ ওরফে আসিদুল ইসলাম(৩৫),গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পার্বতীপুর গ্রামের নজরুল ইসলাম সরকার ওরফে বাদশা সরকারের ছেলে রনি বাবু সরকার(২৮),চতরা গ্রামের মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম(২৮),পলাশবাড়ির মহাদিপুর দক্ষিন পাড়া গ্রামের খাজা মিয়ার ছেলে- নুরুন্নবী সরকার(২৫),একই উপজেলার জামালপুর গ্রামের হযরত আলীর ছেলে জাহিদ হাসান(২৫),মহাদিপুর পুর্ব পাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে মাহাবুব আলী(৪০), সাদুল্যাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইসাহাক আলী(২৫),পীরগঞ্জ উপজেলার জলমহাল চতরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম(৪২)। পুলিশ জানায়,কাবিলপুর ইউনিয়নের শ্রীরামপুর মৌজাস্থ লালদীঘি মেলা সংলগ্ন মতিয়ার রহমানের ইটভাটার পাশে ডাকাতি ও চুরি করা মালামাল বিক্রির উদ্দেশ্যে একত্রিত করা হয়েছে মর্মে গোপন সুত্রে সংবাদ পেয়ে র‌্যাব-১৩ ও পীরগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের আটক  ও ৩ টি মোটর সাইকেল,১৬ টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ৩’শ টাকা উদ্ধার করে। এদিকে পুলিশ পৃথক মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে।

সোমবার এদের আদালতে সোপর্দ করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গত বছরের ২৪ ডিসেম্বর পীরগঞ্জ থানাধীন চতরা বাজার এলাকায় ১টি বাড়িতে ডাকাতি ঘটে। এছাড়াও  চলতি বছর ১৩ জানুয়ারী মহাসড়কের পীরগঞ্জ সীমানায় হামিম পরিবহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা  ঘটে। এসব ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়