১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সৈয়দপুরে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আমাদের প্রতিদিন
4 months ago
103


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে জেলা বাস—মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা মহাসড়ক অবরোধ করেছে। লোকাল বাস মেহেদী পরিবহনের সুপারভাইজারকে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

মীমাংসা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলে আজ  শুক্রবার (১৫মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।  অবরোধ চলাকালীন দিনাজপুর—সৈয়দপুর, সৈয়দপুর—রংপুর মহাসড়কে সব প্রকার যান চালাচল বন্ধ থাকে। এসময় বাস টার্মিনাল এলাকায় অবস্থানরত দূরপাল্লার যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। তাছাড়া শ্রমিকরা রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করার ফলে উভয় পাশে কয়েকশ যানবহন আটকা পড়ে।  পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি তদন্তের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সর্বশেষ

জনপ্রিয়