১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গঙ্গাচড়ায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ৫ ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

আমাদের প্রতিদিন
4 months ago
138


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে ৫ ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৯ মার্চ)  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাদেরকে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বেতগাড়ি ইউনিয়নের মেসার্স শাহ স্টোর,গজঘন্টা ইউনিয়নের মেসার্স মাহামুদ ষ্টোর, মেসার্স সাবির এন্টারপ্রাইজ, মেসার্স মামুন এন্টারপ্রাইজ এবং উত্তর কোলকোন্দের

মের্সাস নাফিজা এন্টারপ্রাইজ।

অভিযুক্ত ৫ ডিলারের প্রত্যেকের  বিরুদ্ধে  প্রায় ৬০/৭০ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে ফেব্রুয়ারি মাসের  পণ্য বিতরণ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়