১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সরকার স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে-মাহমুদ হাসান রিপন এমপি

আমাদের প্রতিদিন
4 months ago
116


গাইবান্ধা প্রতিনিধি:

বর্তমান সরকার স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে, এ ছাড়াও সমাজে পিছিয়ে পড়া মানুষকে আত্মনির্ভশীল করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৩ই মার্চ শনিবার  জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১ শ ৯৮ রোগীর চিকিৎসা সেবা প্রদানে আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে  সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি এসব কথা বলেন।

 সাঘাটা উপজেলা সমাজ সেবা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সমাজ সেবা কর্মকর্তা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আ”লীগ সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী প্রমুখ।

পরে এলজিইডির প্রভাতি প্রকল্পের আওতায় উল্যা সোনাতলা সড়ক ও আইআর আই ডিপি ৩ প্রকল্পের আওতায় কচুয়া হাইস্কুল পাকা সড়ক হতে রামনগর আদর্শ গ্রাম পর্যন্ত রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

 এসময় এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়