১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

বদরগঞ্জে গণহত্যা দিবস পালিত

আমাদের প্রতিদিন
4 months ago
126


আঞ্চলিক প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলায় গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল স্থানীয় ঝাড়–য়ার বিল বদ্ধভুমিতে পুস্প স্তবক অর্পন ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও রাতে ০১ মিনিট ব্লাক আউট কর্মসুচী। গতকাল ২৫ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসুচী পালন করা হয় ।

দিনের শুরুতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়–য়ার বিল বদ্ধভুমিতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: নাজির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) কাসপিয়া তাসরিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলি ও মাহবুবার রহমান হাবলু, সুজন—বদরগঞ্জের সাধারন সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা কৃষি অফিসার আবু জোবায়ের মো: গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম ফারুকসহ প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ।

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়