১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় নেই পীরগাছায় বললেন, এসপি ফেরদৌস আলী চৌধুরী

আমাদের প্রতিদিন
3 months ago
93


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

সন্তানকে সুশিক্ষিত করুন। আপনার সন্তান কোথায় যায়, সে বিষয়ে খেয়াল রাখুন। প্রথম থেকেই সন্তানের খেয়াল রাখলে সন্তান আপনার আয়ত্ত্বে থাকবে। না হলে হঠাৎ একটি বড় অপরাধে জড়িয়ে পড়বে। তখন আপনার কিছুই করার থাকবে না। আর মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় নেই। গতকাল শনিবার দুপুরে পীরগাছা থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার।

এসআই শাহনেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (সি—সার্কেল) নজরুল ইসলাম, রংপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোঃ নাসিম আহম্মেদ, জেলা বাল্যবিয়ে, যৌতুক নিরোধ কমিটির সম্পাদিকা মঞ্জুর শ্রী সাহা, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য খন্দকার মাহমুদ এলাহী, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন, সাংবাদিক তোজাম্মল হক মুন্সি, কমিউনিটি পুলিশিং এর তাম্বুলপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, যাদব চন্দ্র রায়, উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রুহিদাস চন্দ্র বর্মন, হিন্দু—বৌদ্ধ—খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবু ভবেশ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি/সম্পাদক, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়