১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

ঈদের কেনাকাটা করে মা- ছেলের বাড়ি ফেরা হলো না

আমাদের প্রতিদিন
3 months ago
154


সাঘাটায় সড়ক দুর্ঘটনা

গাইবান্ধা  প্রতিনিধি:

বগুড়া থেকে ঈদের কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশা করে সাঘাটা উপজেলার উল্যাবাজারে নিজ বাড়ীতে ফেরার পথে একই পরিবারের ৫ সদস্য দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় নিহতরা হলেন উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের ছেলে রবি(১৪) ও আব্দুল আজিজ দুদুর মেয়ে শান্তা (৩৫)।

 এছাড়াও আহতরা হলেন  আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা(১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও আব্দুল আজিজ দুদুর স্ত্রী।

স্হানীয়রা জানান,  শনিবার  রাতে  সাঘাটা-গাইবান্ধা মহাসড়কের সাঘাটা বিলবস্তা নামক স্থানে রাস্তার ধারে সরকারি রাস্তা উন্নয়ন কাজে ব্যবহৃত দাঁড়ানো অবস্থায় থাকা একটি প্লান মেশিনের সাথে হেডলাইট বিহীন নিম্ন মানের এলইডি লাইট যুক্ত বগুড়া থেকে আসা সিএনজি চালিত অটো রিকশাটি দাঁড়ানো প্লান মেশিনকে ধাক্বা দিলে সিএনজি চালিত অটো রিকশায় থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

পরে তাদেরকে সাঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় সরকারি দুটি এম্বুলেন্সে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।

 উক্ত হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের আইসিইউতে মা শান্তা ও ছেলে রবি মারা যায় এবং বাকি আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকশাটি আটক করে থানায় নিয়ে আসেন। এসময় চালক পলাতক বলে জানা যায়।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়