১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

আবারও নৌকার বিজয়  নিশ্চিত করতে হবে-বাণিজ্যমন্ত্রী

আমাদের প্রতিদিন
1 year ago
254


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশে উত্তরণ হচ্ছে। দেশে ও এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয়  নিশ্চিত  করতে  সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রবিবার (২২ জানুয়ারি) সন্ধায় রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য হলো—মানুষ যাতে ভালো থাকে সেই পরিবেশ তৈরি করা। মানুষ কীভাবে ভালো থাকবে, কার জন্য কী করতে হবে, কোথায় কী করা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজ রাখেন। প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলেই আজ আমরা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছি উল্লেখ করে বানিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবিলায়  যেখানে উন্নত দেশগুলো হিমশিম খেয়েছে, সেখানে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করেছি। বানিজ্যমন্ত্রী তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,  উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকা দরকার। ‘ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার বিকল্প নেই। আগামীতে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করার জন্য এবং আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয়  নিশ্চিত  করতে  সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার সবাইকে আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন সাধারন সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়