৬ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

ডোমারে ওপেন হাউজ ডে পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
279


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

"দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

রবিবার ২২ জানুয়ারি বিকেলে ডোমার থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)

ডোমার থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ডোমার ডিমলা আবদুল্লাহ, নীলফামারী জেলা আ"লীগের সহ-সভাপতি এবং ডোমার উপজেলা বিট পুলিশের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডোমার থানায় আগমন কালে ডোমার থানায় নব নির্মিত পতাকা বেদী এবং হিমঘরের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেন, আমাদের সকলের দ্বায়িত্ব আমরা যেন কাউকে হয়রানি না করি, থানার কোন সোর্স থাকবেনা। নীলফামারী জেলার সব থানার মধ্যে ডোমার থানার আইন শৃঙ্খলার পরিবেশ ভালো।

তিনি আরও বলেন, মাদকাসক্তের কোন ধর্ম নাই, তারা কারও বাবাও নয় কারও ভাইও নয়। আজকে প্রায় ৫৫ টি দেশ দেউলিয়ার পথে, আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক মত খেতে পাচ্ছি এটা আল্লাহর কাছে শুকরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা যদি মাদক সন্ত্রাস থেকে আমাদের প্রজন্মকে  রক্ষা করতে পারি তাহলে ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ হবে। কোন খারাপ লোকের সাথে পুলিশের সম্পর্ক থাকবেনা, আমরা এসেছি আপনাদের সেবা দিতে এবং সার্বিক কাজ করতে।

সর্বশেষ

জনপ্রিয়