৫ বৈশাখ, ১৪৩১ - ১৮ এপ্রিল, ২০২৪ - 18 April, 2024
amader protidin

করতোয়া থেকে বালু উত্তোলন বিলীনের পথে সরকারি স্থাপনা

আমাদের প্রতিদিন
1 year ago
309


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে কিছুতেই থামছে না করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বিলীন হচ্ছে ফসলি জমিসহ সরকারি স্থাপনা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়নের নুনদহ ঘাট থেকে ডাঙ্গা গ্রাম পর্যন্ত কোয়াটার কিলোমিটারের মধ্যে ৫টি শ্যালোমেশিন দিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সিংড়া ইউনিয়নের মারুপাড়া ও ভেলামারীসহ পাশের গ্রামের লোকজনের অনেক জমি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু তাই নয় ওই নদী থেকে বালু উত্তোলনে বিএডিসি পাম্পের পাকা ঘর নদীগর্ভে বিলীনের পথে।

নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে একাধিকবার কথা হলেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের শুধু আশ্বাস দিয়ে আসছেন।

পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের ফলে গ্রামীণ সড়কগুলো হয়ে যাচ্ছে চলাচলের অনুপযোগী।

 

সর্বশেষ

জনপ্রিয়