১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

সিয়াম-পরীকে দেখতে প্রসেনজিতের আহ্বান

আমাদের প্রতিদিন
1 year ago
242


বিনোদন ডেস্ক:

সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। সিনেমার প্রচারণায় এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্কুল চষে বেড়াচ্ছেন নায়িকা। অন্যদিকে সিয়াম সিনেমার কাজে কলকাতা অবস্থান করছেন। সেখানে বসেই ভিডিও বার্তায় সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান। এবার সিয়ামের সুরে সুর মেলালেন ওপার বাংলার সুপার স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিৎ বলেন, আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন সিনেমা মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।

তিনি আরও যোগ করেন, আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য সিনেমা কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সিয়াম-পরী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

সর্বশেষ

জনপ্রিয়