৮ চৈত্র, ১৪২৯ - ২২ মার্চ, ২০২৩ - 22 March, 2023
amader protidin

কাউনিয়ায় পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
1 month ago
115


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বাড়ির বাহিরে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে চার বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গঙ্গানারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন মিয়া গঙ্গানারায়ণ গ্রামের জোবাইদুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলাম পলাশ জানান, দুপুরে শিশু হোসাইন মিয়া বাড়ীর বাহিরে ফুটবল খেলছিল। এসময় পরিবারের লোকজন বাড়ির ভেতরে কাজ করছিল। শিশুটি বল খেলার সময়  বাড়ির পাশে পুকুরের পানিতে বল পড়ে যায়। পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে বিকেল ৩টার দিকে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন। কাউনিয়া থানার ইনিস্পেক্টর (তদন্ত) ফরহাদ হোসেন  বলেন, পুকুরে ফুটবল তুলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়