৮ চৈত্র, ১৪২৯ - ২২ মার্চ, ২০২৩ - 22 March, 2023
amader protidin

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
104


বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে উৎসাহ-উদ্দীপনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে  অধ্যক্ষ ড.এ.কে.এম মাসুদুল হক এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নিরবাহী অফিসার জিনাত রেহানা।

এসময় অনুষ্ঠানের অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আল-মামুন ও গার্হ্যস্থবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমানা ফারজানার সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহŸায়ক খাদেমুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এখানে যারা ভর্তির হয়েছো তোমরা নিঃসন্দেহে মেধাবী, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না সকলকে দেশপ্রেমিক হতে হবে এবং কোনো রকম মাদকাসক্তির সঙ্গে নিজেকে না জড়ানোর আহŸান জানান, পাশাপাশি সকলকে দুর্নীতিমুক্ত অসামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ে জাতিকে দুর্নীতিমুক্ত করতে হবে।

 প্রেরক- মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, মোবাইল নম্বর-০১৭১৬৪৪৬৩৩৮, তারিখ-০১-০২-২৩।

 

সর্বশেষ

জনপ্রিয়