রংপুর মহানগর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় রংপুরে শান্তি সমাবেশ করেন মহানগর যুবলীগ। শান্তি সমাবেশে নগরীর কাচারী-বাজারস্থ মহানগর অফিস হতে মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি শান্তি মিছিল বের হয়ে নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যূরালে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশের আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আবুল কাশেমের সঞ্চালনায় শান্তি সমাবেশে রংপুর মহানগর ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিরা বক্তব্য রাখেন। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।