জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
আগামী ২ মার্চ ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি )সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক, পরিসংখ্যান অফিসার মহসিন আলী, সমাজসেবক আবুল হোসেন ফটিক প্রমুখ।