১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

চিলমারীতে জাতীয় যুবনীতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
97


চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় যুবনীতির বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলা পরিষদ হল রুমে, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন সেচ্ছাসেবক ও সমাজ সেবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও অমিয় প্রাপন চক্রবর্তি’র

সভাপতিত্বে যুবনীতি পর্যালোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ মিয়া, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাজ্জাদ হায়দার, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মোঃ মনিরুল আলম লিটু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চিলমারী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ চিলমারীর সম্পাদক ও প্রকাশক এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিবেশ বিষয় সম্পাদক মোঃ রুবেল মিয়া, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ সুফিয়ান আহমেদ, সেচ্ছাসেবী সংগঠন জাগোর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ সিরাজুল ইসলাম,  প্রমূখ উপস্থিত ছিলেন। জাতীয় যুবনীতি পর্যালোচনায় যুবনীতি নিয়ে স্থানীয় সেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠণের সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়