১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

পীরগঞ্জে কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ক প্রশিক্ষণ উদ্ধোধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
29


পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি:

"প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ২ মাস মেয়াদি কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ক প্রশিক্ষণ উদ্ধোধন করেন যুবউন্নয়ন অধিদপ্তরে পরিচালক মো: আব্দুল আখের।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা  অডিটরিয়ামে এই প্রশিক্ষণের উদ্ধোধন হয়।

উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজির সভাপতিত্বে উদ্ধোধনি সভায় বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুল আখের,

পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ঠাকুরগাও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২ পর্যায় ) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে প্রহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কম্পিউটার এন্ড নেটওয়ারকিং প্রশিক্ষণ চলবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়