১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

কাউনিয়ায় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার: গ্ৰেফতার ১

আমাদের প্রতিদিন
3 weeks ago
86


কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে স্কুল ব্যাগে গাজা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় রিপন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০২ মার্চ)সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

কাউনিয়া থানার উপপরিদর্শক এসআই বুলবুল আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে  ওসির নির্দেশনায় তিনি সহ একদল পুলিশ উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় গাড়ী তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রিপন মিয়াকে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  আটক রিপনকে মামলায় গ্ৰেফতার আজ দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়