১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

হারাগাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হকার আহত: গ্ৰেফতার ১

আমাদের প্রতিদিন
1 year ago
211


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া হারাগাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রশিদ নামে এক ভাংড়ীর হকার আহত হয়েছেন। এসময় ছিনতাইকারী রিপনকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার রিপনকে ছিনতাই মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার উপজেলার সারাই ইউনিয়নের মদামদন সড়কে এ ঘটনা ঘটে। রিপন উপজেলার সারাই ইউনিয়নের মদামদন দৌউলটারী গ্ৰামের রফিকুলের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মামলার তদন্তকারী হারাগাছ থানার এসআই আব্দুস ছবুর খন্দকার জানান, বুধবার হকার রশিদ পুরাতন ভাংড়ী মালামাল কেনার জন্য সাহেবগঞ্জ বাজার এলাকায় যান। ভাংড়ী মালামাল বিক্রির কথা বলে তাকে মদামদন সড়কের ফাঁকা স্থানে নিয়ে গিয়ে তার টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে রিপন। এসময় বাধা দিলে ভাংড়ীর হকারকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রিপন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ছিনতাইকারী রিপনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার এবং ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আহত হকারকে হারাগাছ হাসপাতালের চিকিৎসা দেয়। রংপুর মেট্টোপলিট হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় আহত হকারের পিতা বাদী হয়ে বুধবার রাতে মামলা করেন। আটক রিপনকে মামলায় গ্ৰেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়