আকবর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চড়ুইভাতি

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের আকবর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চড়ুইভাতি..। বৃহস্পতিবার ২রা মার্চ দুপুরে ওই বিদ্যালয়ে এ চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। শিক্ষকদের এমন উদ্যোগের ফলে কোমলমতি শিক্ষার্থী ও শিশুরা আনন্দে উদ্ভাসিত। লেখাপড়ারা পাশাপাশি বিনোদন,শিক্ষা সফর ও পিকনিকের ফলে শিক্ষার্থী ও শিশুরা বেশ মজা পায় এবং নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। এছাড়াও তাদের সাহস বাড়ে,মেধার বিকাশ ঘটে এবং নিত্য নতুন এলাকা,পরিবেশ ও সংস্কৃতির সাথে পরিচিত ঘটে। যা অবশ্যই শিশুদের জন্য মঙ্গল বয়ে আনবে তাতে কোনো সন্দেহ নেই।
শিক্ষকদের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ সহ সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক, সুধীজন সহ এলাকার শিক্ষানুরাগী সচেতন অভিজ্ঞ মহল।