১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

বীরগঞ্জে গুড নেইবারস এর গুনগত শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
20


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরে বীরগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাব এর সভাকক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে “গুনগত শিক্ষা ” সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূলত গুনগত শিক্ষা অর্জনের জন্য সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ইংরেজি শিক্ষার প্রায়োগিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। 

২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী  অফিসার জিনাত রেহেনা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের  অধ্যক্ষ ড. এ কে এম মাসুদুল হক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ এর নর্দান এরিয়া প্রধান পিটার তুহিন বৈরাগী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মানিক, ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ নূরল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ সিভিপি বীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার সৃজল তিগ্যা।

উক্ত সেমিনারে বীরগঞ্জ উপজেলার ৪২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ৫টি মাদ্রাসার সুপারগণ ও ৩জন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজের শিক্ষা অনুরাগী ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়