৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

পীরগাছায় কয়েলের আগুনে পুড়ে মরলো দুই গরু, এক ছাগল

আমাদের প্রতিদিন
2 weeks ago
37


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় কয়েলের আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের দুইটি গরু ও একটি ছাগল। সেই সাথে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (সরকারপাড়া) গ্রামের কৃষক আখতারুজ্জামানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একটি গরু ও একটি ছাগল পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান জানান,  শুক্রবার রাতসাড়ে ১১টার দিকে ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে আখতারুজ্জামানের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে গোয়াল ঘর ও পাশে থাকা বসবাসের ঘওে আগুন লাগে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি গাভী, একটি বাছুর, একটি ছাগল ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এছাড়াও একটি গরু, একটি ছাগলের শরীর পুড়ে গুরুতর আহত এবং বসবাস করা ঘরের আসবাবপত্র পুড়ে যায়। যার আনুমানিক মূল্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলেন জানান বাড়ির মালিক আখতারুজ্জামান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আমাদের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। 

 

সর্বশেষ

জনপ্রিয়