১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে নতুন গাড়ীর চেচিসের ধাক্কায় নারী নিহত

আমাদের প্রতিদিন
2 weeks ago
47


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন গাড়ীর চেচিসের ধাক্কায় শাম্মী খাতুন (২৪) নামের এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা পরিষদের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী উপজেলা তালুককানুপুর ইউনিয়নের কাপাশিয়া  গ্রামের সাজু মিয়ার কন্যা এবং ওই গ্রামের স্বপ্নিল মিয়ার স্ত্রী।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আতিকুর রহমান জানান, বগুড়া থেকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে  উপজেলা পরিষদের গেটের সামনে  পৌঁছলে  একটি নতুন গাড়ী চেচিসের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ওপর যায়। এতে  ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর গাড়ীটি পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন সেটি আটক করে। পরে পুলিশ চেচিসটি হাইওয়ে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম জানান, চেচিসটি আটক করা হয়েছে এবং নিহত নারীর মরদেহ থানায় রাখা হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়