৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

বীরগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
47


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনোত্তর ও নির্বাচন পরবর্তী ধারাবাহিক সাম্প্রদায়িক হামলাগুলোর দ্রæত বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা কমিটি ও অঙ্গসংঠন সমুহের আয়োজনে শনিবার সকাল ১১টায় পৌর শহরের বিজয় চত্বরে উক্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব মহাজোটের সভাপতি দিলিপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক পল্লব কুমার দেব, দপ্তর সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ। দাবি মেনে না নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করে বক্তারা।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু যুব মহাজোটের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়