ফুলবাড়ীতে ট্রাক চাপায় আদিবাসী নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় মঙ্গলী কিস্কু (৫৫) নামের এক আদিবাসী ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার সময় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার জয়নগর এলাকার ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মঙ্গলী কিস্কু দিনাজপুরের হাকিমপুর উপজেলার (ডাঙ্গাপাড়া) নয়া নগর গ্রামের রবীন মুর্মুর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলী কিস্কু ফুলবাড়ী থেকে ব্যাটারি চালিত রিকশাভ্যানে বিরামপুর যাওয়ার পথে জয়নগর ইটভাটার সামনে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-১৮২৯) ব্যাটারি চালিত একটি রিক্সাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী মঙ্গলী কিস্কু (৫০) এবং ভ্যান চালক আখের আলী (৫২) গুরুতর আহত হয় ।
স্থানীয়রা অহত অবস্থায় তাদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলী কিস্কু কে মৃত ঘোষনা করেন। ভ্যান চালক আখের আলীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুৃর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতে প্রেরন করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।