৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
32


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

আগের রাত থেকে আতশবাজি, নাচগান, হই-হুল্লোর আর আনন্দ-উল্লাসের পর শনিবার দিবাগত নানা আয়োজনের মধ্যদিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হলো মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে। গাইবান্ধার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের এই মিলনমেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে যোগ দিয়েছিলেন প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার (১১ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনে মধ্যদিয়ে মিলন মেলার উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি মহিমাগঞ্জ বাজার ও রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে এখানকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সাদা টি-শার্ট ও কমলা রংয়ের ক্যাপ পড়ে দুই সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এরপর সকাল ১১টায় মূল মঞ্চে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মিলনমেলার আহবায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজ-উন-নবী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, প্রাক্তন শিক্ষার্থী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, কানাডা প্রবাসী প্রাক্তণ শিক্ষার্থী খন্দরকার আলমগীর হোসেন স্বপন, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ কন্ট্রিবিউটর অমৃত মলঙ্গী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মিলনমেলা পরিচালনা কমিটির কর্মকর্তা আহসান হাবীব, প্রধান গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন ডলার প্রমূখ।

বিকেলে দ্বিতীয় পর্বে দেশবরেন্য শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়