৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

সাঘাটায় অংশীজনের অংশগ্রহণের সভায় বিভাগীয় কমিশনার

আমাদের প্রতিদিন
1 week ago
43


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের অংশগ্রহনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মী, বিভিন্ন  সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক সুফিয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ। উক্ত সভায় সমাপনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, জবাবদিহিতা ও সততা এবং নিষ্ঠার সাথে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজ করতে হবে, সেবা গ্রহিতারা যেন হয়রানীর শিকার না হয়।    

 

  

সর্বশেষ

জনপ্রিয়