১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
29


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও সহিংসতা এড়ানো সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরর কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ  বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোনীতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকসেবনকারী ও বিক্রয়কারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক জুয়া ও যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সর্বশেষ

জনপ্রিয়