১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও উচ্ছেদ করাসহ নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে

আমাদের প্রতিদিন
1 year ago
246


আরপিএমপির ট্রাফিক বিভাগের পথসভা

নিজস্ব প্রতিবেদক:

‘ট্রাফিক পুলিশ চাইলেই রংপুর মহানগরীকে যানজটমুক্ত করা সম্ভব নয়। এর জন্য সিটি কর্পোরেশন, সড়ক ও জনপদ বিভাগসহ জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টা ছাড়া রংপুর মহানগরীকে সুন্দর করে গড়ে তোলা কষ্টকর। তারপরও ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল রোধ, ফুটপাত দখলমুক্ত ও উচ্ছেদ করাসহ নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রংপুর সিটি বাজারের সামনে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী। যানজট হ্রাসকরণ, থ্রি- হুইলার নিয়ন্ত্রণ, নিদিষ্ট লেন ব্যাবহারে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক সচেতনতা বাড়াতে এই পথসভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী বলেন, ‘আমরা ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলেও পরে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে আবার কিছু ব্যবসায়ী ফুটপাত করে। এভাবে চলতে থাকলে তো ফুটপাত দখলমুক্ত হবে না। বেশির ভাগ বহুতল ভবন ও মার্কেটে পার্কিং ব্যবস্থা নেই, একারণে যেখানে সেখানে পার্র্কিং হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে ভবনের নকশা অনুমোদন দেয়ার সময় পার্কিং ব্যবস্থা আছে কিনা, তা দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সড়ক ব্যবস্থাপনা অনুযায়ী এই নগরীতে সাড়ে তিন হাজারের মতো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে। সিটি কর্পোরেশন থেকে পাঁচ হাজারের বেশি লাইসেন্স প্রদান করা হয়নি। অথচ পুরো মহানগরীতে ৫০ হাজারের বেশি অটোরিকশা (থ্রি-হুইলার) চলাচল করছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এসব যানবাহন আটকের পর তার রাখার জন্য বা ডাম্পিং করার মতো জায়গা নেই। আমরা চাই সবাই সচেতনতার সাথে গাড়ি পার্কিং, ড্রাইভিং করুক।’

এসময় নগরীর যানজট নিরসনে নিদিষ্ট লেন মেনে গাড়ি চলাচলের জন্য আহবান জানানো হয়। অন্যথায় ট্রাফিক বিভাগ থেকে আইনগত ব্যবস্থা নিতে আরো বেশি তৎপরতা বাড়ানো হবে। আগামী এক মাসজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে রংপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ ধরণের পথসভার আয়োজন করবে বলেও জানান সাইফুজ্জামান ফারুকী ।

পথসভায় আরও বক্তব্য রাখেন আরপিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, টিআই বেলাল হোসেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়