১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

ভূমিকম্পের পর এবার বন্যার আঘাত, তুরস্কে নিহত ১৪

আমাদের প্রতিদিন
1 week ago
22


আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহতম ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প দুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন।

মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বুধবারও বৃষ্টি অব্যাহত ছিলো।

তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যা পানিতে ভেসে যাচ্ছে গেছে অনেক তাঁবু ও গাড়ি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষের প্রাণ যায়। এর পর থেকে ভূমিকম্প কবলিত এলাকার গৃহহীন অনেক মানুষ তাঁবুতে বসবাস করছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়