১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে  ছাত্রলীগ নেতা বাঁধনের মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
43


কুড়িগ্রাম  প্রতিনিধি:   

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রলীগ নেতার নাম বাঁধন সরকার (১৭)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার শাখা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক,কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং উপজেলার ধর্মপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল এ তথ্য নিশ্চিত করে বলেন, তার অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত। বাঁধনের এ ভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। আমরা বাঁধনের পরিবারের পাশে আছি।

জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়ীতে বিদ্যুতের ছেড়া তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারাত্বক ভাবে আহত হন বাধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান  বিদ্যুত স্পৃষ্টে ছাত্রলীগ নেতা বাধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়