১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আমাদের প্রতিদিন
2 weeks ago
49


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । সোমবার (০৮ মে) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের খিদ্রাউপঞ্চকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোতিষ চন্দ্র ওই গ্রামের মৃত শরৎ চন্দ্রের ছেলে।

নিহতের চাচাতো ভাই বিপুল চন্দ্র জানান, তার জেঠাতো ভাই জ্যোতিষ চন্দ্র সকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ীর পাশে সচিনের উঠানে ধান শুকাতে যায়। এসময় উঠানে ডেকোরেটরের ভেজা কাপড় ওপরে তুলে দিতে গিয়ে লাইটের বিদ্যুতের সংযোগ তারে বৈদ্যুতায়িত হলে তিনি তাতে জড়িয়ে পড়েন। পরে তাকে  উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পল্লীচিকিৎসক জ্যোতিষ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘঢ়টনায় কোন অভিযোগ না থাকায় মুছলেখা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়