১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সৈয়দপুরে বাউন্ডারী ওয়াল নির্মান করে জমি দখল চেষ্টার  অভিযোগ

আমাদের প্রতিদিন
1 year ago
243


খন্দকার সোহেল আহমেদঃ

সৈয়দপুরে বাউন্ডারী ওয়াল নির্মান করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, সৈয়দপুরের  বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মোঃ আবুল কালাম আজাদ তার মা কর্তৃক হেবা দলিল মূলে ৫২.২৫ শতক জমি দীর্ঘদিন যাবত  ভোগ দখল করে আসছেন। উক্ত জমির আর এস রেকর্ড সংশোধনের জন্য তিনি নীলফামারী আদালতে মামলা করেছেন যাহার মামলা নং-ল্যান্ড সার্ভে ৪৯৬/২০২০ বিচারাধীন রয়েছে।  গত ২৯/০৪/২০২৩ ইং তারিখ সকালে উক্ত জমির মধ্যে ২৮.২৬ শতক জমিতে, যাহা নিয়ামতপুর মৌজার আবাদী জমি,খতিয়ান নং-এসএ-৮১৯,বিএস-১০৮৩,দাগনং-এস এ-১৮১০,১৮১১,বিএস-৪৫৬০ এ রাজ কুমার পোদ্দার ওরফে রাজু পোদ্দার (৫৭) পিতা মৃত নন্দলাল ও মোঃ আনোয়ার হোসেন মামুন(৩৮) রাজু পোদ্দারের ম্যানেজার, উক্ত জমি দখলের উদ্দেশ্যে মাটি ভরাট এবং সীমানা প্রাচীর নির্মান চেষ্টা করে। এ সময় মোঃ আবুল কালাম আজাদ তাদেরকে নির্মান কাজ বন্ধ করার জন্য অনুরোধ করলে উভয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন পূর্বক বিভিন্ন ধরনের হুমকি দেন। এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে, যাহার নং-১৭৫৮ তারিখ-২৯-০৪-২০২৩ ইং। দায়িত্বপ্রাপ্ত এস আই মোঃ আবু তারেক দিপু জানান, অভিযুক্তদের নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তার পরেও গত ৮ মে বায়ান্নর আলো প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখতে পান সীমানা প্রাচীর নির্মান কাজ চলমান রয়েছে। প্রাচীর নির্মান বিষয়ে  রাজ কুমার ওরফে রাজু পোদ্দার জানান, আমার ক্রয়কৃত জমি, দরকার হলে আদালত থেকে স্থগিত আদেশ নিয়ে আসুক। এ বিষয়ে  গত ৯মে/২৩ তারিখে মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪/১৪৫ ধারা মোতাবেক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, নীলফামারীতে মামলা দায়ের করেন, মামলা নং-এম আর ২৮/২০২৩ ।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়