১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের কবর জিয়ারতের করলেন খুলনার জাপার প্রার্থীসহ নেতারা

আমাদের প্রতিদিন
11 months ago
243


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন খুলনার নেতারা।

আজ শনিবার দুপুরে শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসস্থ হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটি মনোনীত খুলনা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীসহ নেতারা। এসময় খুলনা সিটি কর্পোর্পোশেনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন বলেও ঘোষণা দেন।

এসময় তিনি সাংবাদিকদের ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ইভিএমে ভোট প্রদান নিয়ে এখনো খুলনা সিটি করপোরেশনের মানুষজন জানেন না। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই খুলনা সিটিতেও ইভিএমে ভোট প্রদানের পদক্ষেপ বাতিল করা প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পরপর দুটি নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে সরকারকে সচেতন হতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদ ক্ষমতায় থাকাকালীন সিটি করপোরেশন, পুলিশ লাইন্স, সড়কের সোডিয়াম বাতি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাদুঘর করেছেন। হাজার হাজার রাস্তা খুলনায় হয়েছে। জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত।

এসময় দলটির প্রতিষ্ঠাতার কবর জিয়ারতের সময় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা-মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএ আল মামুন, ওলামা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত জীবনসহ রংপুর ও খুলনা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়