১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

নৌকা হচ্ছে মানুষের উন্নয়নের প্রতীক: বাণিজ্যমন্ত্রী

আমাদের প্রতিদিন
11 months ago
198


কাউনিয়া প্রতিনিধি:

বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নয়েন এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। নৌকা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।

বাণিজ্যমন্ত্রী রংপুরে দুই দিনের সফরে এসে  আজ শনিবার (২০ মে) কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা নয়াটারী গ্রামে নিহত আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানাতে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। বিগত সরকারের আমলে দেশের এতো উন্নয়ন হয় নাই। এলাকা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ নৌকার বিজয় নিশ্চিত করবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার।

স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকান্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ঘটনায় কেন্দ্রীয় ভাবে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকান্ডের সাথে দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনবে।

এসময় বানিজ্যমন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়