২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৫ জুন, ২০২৩ - 05 June, 2023
amader protidin

শিশু কল্যাণে বাঁধাসমূহ সনাক্তকরণে গঙ্গাচড়ায় জনগণের সম্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
20


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় শিশু কল্যাণে প্রধান বাধাঁসমূহ সনাক্তকরণ ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনগণ ও অংশীদারগণের অংশগ্রহনে রোববার ও সোমবার (২১,২২ মে) দুই দিনব্যাপী জনগণের সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের (এপি)  আয়োজনে  উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। রংপুর এপির সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। প্রোগাম অফিসার ক্রিষ্টিনা ফ্রুজের সঞ্চালনায়  অনুষ্ঠানে গঙ্গাচড়া এপির ম্যানেজার লিওবার্ট চিচিম, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট কামরুল হাসান, টেকনিক্যাল স্পেশালিষ্ট লাইভলিহুড তাহমিদুর রহমান, টেকনিক্যাল স্পেশালিষ্ট স্বাস্থ্য ও পুষ্টি সুবা তালফা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়