১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

চিলমারীতে ধান কর্তনের উদ্বোধন

আমাদের প্রতিদিন
10 months ago
47


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষি দপ্তরে উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় চাষাবাদের যন্ত্রের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ মে) দুপুরে উপজেলার ঠগেরহাট এলাকায় এ শস্য কর্তনের উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি খামারবাড়ীর উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস, মৎস্য অফিসার নুরুজ্জামান খান প্রমুখ।

প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যায় কমাতে উপজেলায় পরীক্সামুলকভাবে প্রথমবারেরমতো থানাহাট ইউনিয়নের ঠগেরহাট এলাকায় ১০৫জন কৃষকের ৫০একর জমিতে সিনজেনটা এস-১২০৫ জাতের ধান চাষ করা হয়। উদ্বোধনের পর তিনটি হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন করা হচ্ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়