১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গোবিন্দগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী  সচেতনতা মুলক সভা

আমাদের প্রতিদিন
1 year ago
140


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী  এবং ডিজিটাল ডিভাইসের ব্যবহার সংক্রান্ত সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ২টায় জেলা পুলিশের আয়োজনে শহরগছি  আর্দশ কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার মো: আরিফ হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা।

শহরগছি আর্দশ কলেজের  অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সহযোগী অধ্যাপক ফিরোজ খান নুন এর সঞ্চালনায় এই সচেতনতামূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক রাসেল কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ।

সর্বশেষ

জনপ্রিয়